Welcome to the World of cycling!

শুক্রবার, ১৪ মে, ২০২১

সাইকেল ফুল সার্ভিস করাতে কত খরচ পড়ে?

  





আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে,

* সাইকেল ফুল সার্ভিস করাতে কতো পরে? 

* এইটা কি বাজেট সুলভ?  -ইত্যাদি।


আজকে ফ্যামিলি সাইকেলিস্ট এর রিভিউ হচ্ছে Bike Shop BD এর, দোকানের নামের উপর ক্লিক করলেই ঠিকানা পেয়ে যাবেন।

তো বাইক সপ বিডিতে মোট দুইটা প্যাকেজ সার্ভিসিং এর। 

* একটা রয়েছে ৩৫০৳ এর (হাফ)।

* আরেকটি রয়েছে ৬৫০৳ এর (ফুল)। 


কি কি থাকে এই প্রথম প্যাকেজে? 

* সাইকেল ওয়াশ,

* চাকার টাল সাড়ানো,

* গিয়ার টিউন,

* ব্রেক টিউন,

* চেন লুবিং,

* ফ্রক ওয়াশ।

কি কি থাকে এই দ্বিতীয় প্যাকেজে?

* হাব গ্রিসিং,

* বি বি গ্রিসিং,

* ক্যাসেট ওয়াশ,

* প্যাডেল গ্রিসিং,

* সাইকেল ওয়াশ,

* চাকার টাল সাড়ানো,

* গিয়ার টিউন,

* ব্রেক টিউন,

* চেন লুবিং,

* ফ্রক ওয়াশ।

**এক কথায় সব কিছু। এমনকি যদি আপনি কোন কিছু চেঞ্জ করেন বা নতুন কিছু লাগান সেক্ষেত্রে কোন আলাদা টাকা দেওয়া লাগবে না।**


Recent Posts