 |
ছবিঃ সিলেট চা বাগান। |
পরিবার মুলোত হল একদল লোক, যারা বেশিরভাগ ক্ষেত্রে একসাথে থাকে। জানা গেছে, ফ্যামিলি সাইকেলিস্ট শুরু হয়েছিল ২০২০ সালের ১ লা ডিসেম্বর। এই নামটি দেওয়ার হয় মূলত, পরিবারের প্রতিটি সদস্যের যত্ন নেওয়া থেকে অনুপ্রাণিত হয়েছিল। প্রত্যেককে পরিবারের মতো নিজস্ব ভূমিকা পালন করতে হবে। সবার যত্ন নিতে হবে। একে অপরের জন্য সুখের অংশ হওয়া। একে অপরের দুঃখের অংশ হওয়া। আপনার জন্য কোনও ক্ষতি হচ্ছে কি না, তা দেখা। কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না। নিজের হাত এবং হাত নিজের নিয়ন্ত্রণে রাখুন। ছোটরা কোনও কিছু করতে চাইলে হুট করে বাধা দিবেন না, কিছু জিনিস না করুন ( অমঙ্গল জনক ) । আপনার কথা বলার পালা আসবে, অপেক্ষা করুন।
-নির্দেশনা মালা ১৭ ডিসেম্বর ২০২০।Our founder & top ride operators: Media Partner:
Mofijul Islam Committed2Gaming
Ariful Rahman (Retired)
Bafa Alif
Mostasin Maruf
Yasir Zelane
Who gave this name?
Mofijul Islam & Salma Akter Jhinuk
"দলটা শুরু করছি ০ থেকে ৪। দিন বদলাবে, আসবে নতুন ঊষা। আসবে নবীন। হবে নব উত্থান। প্রবীন হবে সবাই। নিজের পরিবারে বাহিরে আরেকটা পরিবার এটাও যেন হয়।"
-Mofijul Islam

"ফ্যামিলি সাইকেলিস্ট শুধু একটা দল নয়, এইটা আমাদের দ্বিতীয় পরিবার। নিরাপদ সড়ক গড়ি, দুই চাকার সাইকেল চড়ি"
-Salma Akter Jhinuk