Welcome to the World of cycling!

বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

User Guide in Bengali- Saudi Visa Bio Application

 *** হজ ও ওমরাহ যাত্রীদের জন্য নতুন নিয়মঃ "বায়োমেট্রিক সিস্টেম" এর মাধ্যমে আঙুলের ছাপ ও মুখমণ্ডলের ছবি নেওয়ার নিময়মাবলি ***

ভিডিও নির্দেশনা


** প্রথমে- মোবাইল ফোনে গুগল প্লে-স্টোর অথবা আইওএস থেকে (Saudi Visa Bio) অ্যাপ ডাউনলোড করতে হবে।







** এরপর এপটি ওপেন করুন। ভাষা পরিবর্তনের জন্য এখানে ট্যাপ(চাপ) করে দিন।

 

** এরপর কিছু লেখা দেখতে পারবেন যেখানে আপনাকে স্বাগতম জানাচ্ছে। এরপর নিচের দিকে গিয়ে START ENROLMENT লিখা আছে। সেটায় ট্যাপ করুন। 

ধাপ - ১

ধাপ -১

 



** এরপর আপনাকে কিছু নির্দেশনা দেখাবে, পড়ে নিয়ে পরবর্তী ধাপের জন্য যান।

ধাপ - ২


** এরপর আপনার প্রাইভেসি এবং ভিসার আবেদনের জন্য তাদের ট্রামস এন্ড পলেসি পড়ে নিবেন।

ধাপ - ৩
ধাপ - ৩









** একই মোবাইলে থাকা জি-মেইলের মাধ্যমে ভেরিফাই করে নিতে হবে। 

ধাপ - ৪
ধাপ -৪











একটি ফিরতি ই-মেইলে একটি MoFA ONE-TIME PASSWORD আসবে, সেটায় ক্লিক করবেন, এটি আপনাকে ব্রাউজারে নিয়ে যেয়ে আবার এপে ফিরে নিয়ে আসতে হবে। 

** পাসপোর্ট কপি স্ক্যান করে নিতে হবে।

ধাপ - ৫

তখন আপনাকে পাসপোর্ট স্ক্যান করে দিতে হবে। লাইট ।

** এরপর ভিসা এপ্লিকেশনের জন্য কিছু তথ্য প্রদান করুন।

ধাপ - ৬

কোন এম্ব্যাসি তে জমা দিতে চাচ্ছেন তার নাম নির্বাচন করুন।  যেমন এবং পূর্বে ভিসা ইস্যু করলে সেটা জানান।

** মুখমণ্ডলের ছবি নিতে হবে

ধাপ - ৭ 

** আঙ্গুলের ছাপ নিতে হবে, প্রথমে বা-হাতের বৃদ্ধা আঙ্গুল, এর পর বাকী চার আঙ্গুল, তারপর ডান হাতের বৃদ্ধা আঙ্গুল, এরপর বাকী চার আঙ্গুলের ছাপ নিতে হবে।


ধাপ - ৮ 
ধাপ - ৮ 

ধন্যবাদ আপনার মূল্যবান সময় ও ধৈর্য প্রদর্শনের জন্য। একবার আপনি সৌদি আরবে প্রবেশের জন্য ভিসার জন্য আবেদন করলে, সৌদি ভিসা বায়ো অ্যাপ আপনাকে আপনার আঙ্গুলের ছাপ এবং মুখের ছবি জমা দিতে সাহায্য করবে। এই অ্যাপটি ব্যবহার করে আপনি যেকোনো সময়, যেকোনো জায়গায় আপনার বায়োমেট্রিক তালিকাভুক্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন — ভিসা পরিষেবা কেন্দ্রে যাওয়ার বা সারিবদ্ধ হওয়ার দরকার নেই, আপনার যা দরকার তা হল আপনার স্মার্টফোন এবং পাসপোর্ট৷ 



Future Assistant : WhatsApp  




Recent Posts