সাইকেল!
আমাদের সকলেরই পরিচিত একটি বাহন। ছোট-বড় প্রায় সকল বয়সের লোক এটি ব্যাবহার করতে পারে। চালানো খুব কঠিন তা নয়। প্যাডেল চালানো আর ব্যালেন্স ঠিক রাখলেই চলে যাওয়া যায় বেশ অনেক দূর।
সাইকেল ১৮১৭ সালে আবিষ্কার হয়। প্রায় সব জায়গায় সাইকেল এর প্রচলন আছে। সাইকেল আরহোন করা অবস্থায়, কেউ কারো পাশে নয়, বরং এক সারিতে, একজনের পেছনে আরেকজন। এমনভাবে চলন্ত সাইকেলের দীর্ঘতম সারি তৈরি করাই এই রেকর্ডের উদ্দেশ্য ছিলো। ২০১০ সালের ৩ অক্টোবর ৯১৪ জন সাইক্লিস্ট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই রেকর্ডের সূচনা করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠাতে সমর্থ হয়। পাঁচ বছর টিকে থাকার পরে বসনিয়া-হার্জেগোভিনার সাইকেল ফেডারেশন ২০১৫ সালে ৯৮৪ জন সাইক্লিস্টের সারি তৈরি করে রেকর্ডটি নিজেদের করে নেয়। এবার সময় আমাদের। বিডিসাইক্লিস্টস এর উদ্যোগে এই রেকর্ডটি ভেঙে দেয় বাংলাদেশের প্রায় ১২০০ জন তরুণ। ইতিহাসের সোনালী পাতায় বাংলাদেশের নাম জুড়ে দেওয়ার প্রচেষ্টা ছিলো এটি।।
বলা হয়ে থাকে সাইকেলিং এক মাধ্যম যা আমাদের এক সুগঠিত ব্রীজ, যা আমাদের মধ্যে তৈরি করে এক সামাজিক বন্ধন। বাংলাদেশের সবচেয়ে বড় ফেসবুক গ্রুপের নাম বিডিসাইকেলিস্ট। যার বর্তমান সদস্য সংখ্যা ১৩৪৭০৮ জন। প্রায় সারা বাংলাদেশের সকল সাইকেল প্রেমী মানুষ এই গ্রুপে যোগ দেয়। বাংলাদেশের বিজয় দিবসের পরেরদিন ২৫০০ থেকে ১২০০+, ৩ দিনের ট্রায়াল এন্ড সিলেকশন। ৪জন ইন্ডিপেন্ডেন্ট ওইটনেস, ২৪জন স্টুয়ার্ডস এর রিপোর্ট, প্রাথমিক গণনা এবং একটি সংখ্যা ১১৮৬। যেখানে ট্রায়েল রাইড হয় ২রা ডিসেম্বর। প্রথম বাচাই পর্ব হয় ৯ই ডিসেম্বর। এবং ২য় বাছাই পর্ব হয় ১৩ই ডিসেম্বর। মিটিং প্লেস হয় মানিক মিয়া এভিনিউ আর ভেন্যু হয় ৩০০ ফিট বসুন্ধরা।