Welcome to the World of cycling!

সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

দেশের অর্থব্যবস্থার জন্যই ক্ষতিকারক বাহন সাইকেল।

 সাইকেল চালানো যেকোনো দেশের অর্থব্যবস্থার জন্যই ক্ষতিকারক।

এটা হাস্যকর মনে হলেও কিন্তু চিরসত্য যে:-

সাইকেল চালানো ব্যক্তি দেশের জন্য একটি বিপদ,

কারণ :

• সে গাড়ি কেনে না,

• সে লোন নেয় না,

• সে গাড়ির বীমা করায় না,

• সে গাড়ির তেল কেনে না,

• সে গাড়ির সার্ভিসিং এর খরচ করে না,

• সে গাড়ি পার্কিং এর খরচ করে না,

• সে মোটা হয় না,

হ্যাঁ, এটা সত্য যে, সুস্থ ব্যক্তি দেশের অর্থব্যবস্থার জন্য উপযোগী নয়,

কারণ :-

• সে ওষুধ কেনে না,

• সে হাসপাতালে বা ডাক্তার এর কাছে যান না,

• সে দেশের GDPতে কোনো উল্লেখযোগ্য অবদান রাখে না।

ঠিক এর বিপরীতে একটি Fast Food এর দোকান চালানো লোক, দেশে ৩০ জনের চাকরি তৈরি করে, কিভাবে?

১০ জন Heart এর চিকিৎসক,

১০ জন দাঁতের চিকিৎসক,

১০ জন ওজন কমানোর ডায়েটিশিয়ান/ডাক্তার/ট্রেনার।

বিশেষ দর্শন :-

যারা পায়ে হেটে যাতায়াত করে তারা তো আরও বেশি দেশের পক্ষে ক্ষতিকর,

কারণ, সে তো সাইকেল টাও কেনে না ।

(সংগৃহীত)



Recent Posts