Welcome to the World of cycling!

রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

মাইলফলক খোজার রাইড ৩১ জানুয়ারি ২০২১

 কালকের রাইডের কিছু খন্ডচিত্র 😍 আমরা ৪ বন্ধু রাতে প্ল্যান করেই সকালে যে যার মতো বেরিয়ে পড়ি। শহীদ মিনার ছিল  মিটিং প্লেস, যা আমার বাসা থেকে আরও ৮ কিলো দূরে 🥴 তবুও যথাসময়ে শীত উপেক্ষা করে পৌঁছায় 🥶 এরপর থেকে শাকিল আমাদের লিড দিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় ডেমরা দিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার প্ল্যান করি, যা ছিল মস্ত বড়ো একটা ভুল 💔 ডেমরার রাস্তাটা কিছুদূর পরপরই ভাঙা, যার কারণে average speed কমে যায় 😔 এমনিতেই বড় রাইড কিন্তু কারো মধ্যে প্রথম থেকে কোনো তাড়া ছিল না, সবার অবস্থা ছিল প্যারা নাই চিল আরকি 🥴 যার ফল দিনশেষে সবাই পেয়েছে 😁 ডাঙ্গা জমিদার বাড়ি ছিল আমাদের রাইড প্লেস 🤗 নরসিংদী হাইওয়ে থেকে নেমে জমিদার বাড়ির ৩ কিলো রাস্তা ম্যাপ আমাদেরকে ৬ কিলো ঘুরিয়ে নিয়ে যায় 🥴 যাইহোক এলাকার মানুষের সহযোগিতায় যখন প্লেসটি খুঁজে পাই তখন ঘড়ির কাটা ২ টা ছুঁই ছুঁই 🤐 এমনিতেই আাবার ফেরার তাড়া তার উপর ভাঙা রাস্তার ক্লান্তি একেবারে জেঁকে বসে 😔 সেখানে জমিদার বাড়ির পুকুরে সবাই ফ্রেশ হয়ে পুরো বাড়িটা ঘুরে দেখি 😍👌 ততক্ষণে আবার ক্ষুদাও পেয়ে যায় সবার, স্থানীয় একজন থেকে বাজারের ঠিকানা নিয়ে দ্রুত সব গুছিয়ে খাওয়ার জন্য হোটেল যাই। ধুমছে খাওয়া শেষে এবার বিল দেওয়ার সময় দেখা যায় সব ফকির 🤣 পরে টেনেটুনে কোনোমতে সর্বস্ব দিয়ে বিল পরিশোধ করে বের হই এবং প্ল্যান করি এবার আমিই লিড দেব এবং টাইম যেহেতু সর্ট তাই ভালো রাস্তা দিয়ে যাব 🙂 ম্যাপে লোকেশন সেট করে দেখি বাসা প্রায় ৫০ কিলো 😬 ভাবি এবার কালীগন্জ, গাজিপুর হাইওয়ে ধরে যাব। রাস্তা ভালো টানা যাবে 😉 কিন্তু পথে পড়ে যায় এক নদি, সে আরেক কাহিনি 😂🤪 নদী পার হতে নৌকা ভাড়া ৫ টাকা এবং টোল দেওয়া লাগবে ৫ টাকা,  মোট আমাদের ৫ জনের ৫০ টাকা আরও লাগবে 😆 অথচ কাওকে উল্টা করে ঝাড়ি মারলেও এক টাকা বের হওয়ার সম্ভাবনা নেই 😄 অগত্যা আমি দায়িত্ব নিয়ে ভালো ছেলের মতো আকুতি মিনুতি করে টোল ফ্রি করাই, ঘাটে গিয়ে এবার আমার বন্ধুরাও আমার কাজ দেখে সাহস পেয়ে যাই এবং তারাও মাঝিকে convene  করে ফেলে 🥰 অতঃপর তিনি আমাদের অতিথির মতো করে পার করে দেয় 🤗 তাকে ধন্যবাদ জানিয়ে এবার ৪ টার দিকে বাসা ফেরার পালা, প্রায় ৪০ কিলো বাকি তখনো 😶 এবার আমি আর শাকিল সবাইকে উৎসাহ যুগিয়ে টানতে বলি 🙊 বাকিটা ইতিহাস  😁 সবাই সবার সেরাটা দিয়ে হাইওয়ে কাপায় দেয় 🤙💯 তারপর রাস্তায় থাকা কিছু মাইলস্টোন কালেক্ট করে আমরা সন্ধ্যার দিকে ঢাকা প্রবেশ করি 🤗 আল্লাহর রহমতে নিরাপদেই 🙂 - ফ্যামিলি সাইকেলিস্ট - 

এই ছিল আমাদের ঢাকা - নরসিংদী ১০০ কিলো রাইডের অদ্ভুত গল্প🙂 সবাইকে সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ 🤗 

 ধন্যবাদ আমার সহযাত্রী ও বন্ধুদের যাদের ছাড়া এই অভিজ্ঞতা পরিপূর্ণতা পেত না 

#BDCyclist #FamilyCyclist #SDC #VoboghureCyclist





Recent Posts