Welcome to the World of cycling!

মঙ্গলবার, ১৮ মে, ২০২১

10 Speed Cassette install || How to install a cassette_আজই কিনে ফেলুন|| cycle accessories Bike shop BD

 


নিজের পছন্দের সাইকেল আপগ্রেড করতে কার না ভালো লাগে? মোটামোটি দশের মধ্যে আট জনই নিজের সাইকেলে এক্সট্রা পায়স সবাই লাগায়। তো কিভাবে করা হয়, সাইকেলের ক্যাসেট পরিবর্তন?

বাজেট খুবই সিম্পেল।

একটি 10 Speed Cassette এর দাম পড়বে ২৫০০৳।

একটি 10 speed cassette suitable ডেরা প্রয়োজন।

একটি বড় চেইন এর দাম নিবে ১০০০৳।

নিয়মাবলিঃ

প্রথমে সাইকেলের চেন লক খুলুন। সেটা সিফটার থেকে আলাদা করার সময় খেয়াল রাখুন যাতে ভেংগে না যায়। একটা একটা করে পাটস আলাদা করুন। খেয়াল রাখবেন যাতে কোন কিছু হারিয়ে না যায়।  যেহেতু সবার  7 speed cassette 8 speed cassette থাকে তাই ডেরা চেঞ্জ করতে হবে। ৯ ও ১০ স্পিডের জন্য ২৭.৫ সাইজের রিম ভালো হয়। এরপর আগের ক্যাসেট ও ডেরা খুলে নিজে নিজেই বদলে লাগিয়ে ফেলুন এই ক্যাসেট।

বিঃদ্রঃ এইটা কোন সাইকেলিং এর বেসিক না।  এই ধরনের কাজ প্রোফেশোনাল দিয়েই করানোই ভালো।


আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে,

* সাইকেল ফুল সার্ভিস করাতে কতো পরে? 

* এইটা কি বাজেট সুলভ?  -ইত্যাদি।


ফ্যামিলি সাইকেলিস্ট বলবে আপনি, Bike Shop BD এ যান, দোকানের নামের উপর ক্লিক করলেই ঠিকানা পেয়ে যাবেন।

তো বাইক সপ বিডিতে মোট দুইটা প্যাকেজ সার্ভিসিং এর। 

* একটা রয়েছে ৩৫০৳ এর (হাফ)।

* আরেকটি রয়েছে ৬৫০৳ এর (ফুল)। 


কি কি থাকে এই প্রথম প্যাকেজে? 

* সাইকেল ওয়াশ,

* চাকার টাল সাড়ানো,

* গিয়ার টিউন,

* ব্রেক টিউন,

* চেন লুবিং,

* ফ্রক ওয়াশ।

কি কি থাকে এই দ্বিতীয় প্যাকেজে?

* হাব গ্রিসিং,

* বি বি গ্রিসিং,

* ক্যাসেট ওয়াশ,

* প্যাডেল গ্রিসিং,

* সাইকেল ওয়াশ,

* চাকার টাল সাড়ানো,

* গিয়ার টিউন,

* ব্রেক টিউন,

* চেন লুবিং,

* ফ্রক ওয়াশ।

**এক কথায় সব কিছু। এমনকি যদি আপনি কোন কিছু চেঞ্জ করেন বা নতুন কিছু লাগান সেক্ষেত্রে কোন আলাদা টাকা দেওয়া লাগবে না।**




Recent Posts