বেশ জমজমাট মানুষের সাড়া পাবার মাধ্যমে শেষ হয়ে গেল হেমন্ত রাইডারস এর ২০০ কিমি পারি দেওয়ার ইভেন্ট। তাদের official page এ এই ঘোষণা দেন।
আজই ছিলো রেজিস্টেশন করার শেষ দিন। যারা এই অনুষ্ঠানে ২০০ কি.মি. সাইকেল রাইডে স্ট্যারভাতে একক এক্টিভিটি দেখাতে পারবে, তাদের জন্য থাকছে ফিনিশার মেডেল, জার্সি, সার্টিফিকেট।