Welcome to the World of cycling!

রবিবার, ৯ মে, ২০২১

সাইকেল এর সাথে কিছু ভালো কাজ



স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সামাজিক সচেতনতার জন্য নানা কর্মসূচী নিয়ে রাজনগর উপজেলার সব কয়টি ইউনিয়নে "সাইক্লিং ক্যাম্পেইন ২০২১ ইং" সম্পন্ন হয়েছে। এই বছরের ৮ই মে  শনিবার সকালে রাজনগর সদর ইউনিয়ন পরিষদ থেকে ক্যাম্পেইন শুরু হয়। 

এতে উপস্থিত ছিলেন- 

ইউপি চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ ছালেক

ক্যাম্পেইনের সহযোগী

 মো:হেলাল আহমদ, 

ফয়সল আহমেদ, 

রাজনগর সাইক্লিং কমিউনিটির মডারেটর শহিদুল ইসলাম লাবিব,

 মেহেদি হোসেন,

 রুমান আহমেদ সহ অন্যান্যরা। 

 ক্যাম্পেইনের কর্মসূচীর মধ্যে ছিলো- একটি করে গাছের চারা রোপন করা ও সচেতনতামূলক ব্যানার প্রদর্শন করা। এ ছাড়াও প্লাষ্টিকের বর্জ্য জলাশয়ে না ফেলা, মাদককে না বলা, করোনা ভাইরাস রোধ করতে মাস্ক পরা, সাবান দিয়ে হাত ধুয়া, নূন্যতম শারিরিক দূরত্ব রক্ষা করা, প্রাণ ও সম্পদ রক্ষায় সড়ক আইন মানা এবং শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও অর্থনীতির বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরি করার জন্য উপস্থিত সাধারণ মানুষকে বুঝানো হয়। এই সাইক্লিং ক্যাম্পেইনের আয়োজন করে সিডো এবং ব্যবস্থাপনা করে রাজনগর সাইক্লিং কমিউনিটি। সাইক্লিস্ট মো: শাহ আবুবকর ও মো: সাইফুল ইসলাম মামুন জানান স্পন্সর পেলে একই কর্মসূচি নিয়ে মৌলভীবাজার জেলার সকল উপজেলা ও দেশের সকল জেলায় যেতে চান। ক্যাম্পেইনের মূল লক্ষ্য সকল মানুষকে বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গির আলোকে সচেতন করার মাধ্যমে দেশপ্রেমের চেতনায় স্বাধীনতাকে অর্থবহ করে তোলা। ক্যাম্পেইনটি রাজনগর সদর ইউনিয়ন থেকে আরম্ভ হয়ে মনসুর নগর ইউনিয়নে গিয়ে শেষ হয় ।

Recent Posts