Welcome to the World of cycling!

শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

**লং রাইডের জন্য কি দরকার?**



লং রাইডের জন্য কি দরকার - নতুন লং রাইড দেয়ার জন্য বাহির হচ্ছেন এমন অনেকেই সে গুলো ভালো ভাবে জানেন না। যে কারণে রাইডে বাহির হয়ে অনেক সমস্যার সম্মুখীন হন।


লং রাইডে যে জিনিসটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে লং রাইড দেয়ার মত স্ট্যামিনা দরকার।


এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই স্ট্যামিনা তৈরি করা যায়? এই স্ট্যামিনা এমন কোন জিনিস না যে চাইলেই দুই-একদিনের মধ্যে তৈরি করে ফেলা যায়। এটার জন্য একজন সাইক্লিস্টকে অনেকদিন ধরে অনুশীলন করতে হয়। আর এই অনুশীলনের অংশ হিসেবে নিয়মিত ছোট ছোট রাইড দিতে হয় তারপর ধীরে ধীরে রাইডের দূরত্ব বাড়াতে হয়। এভাবে একদিন লং রাইড দেয়ার মত স্ট্যামিনা তৈরি হয়।


মহাসড়কে লং রাইড দিতে চাইলে স্ট্যামিনার পাশাপাশি মহাসড়কে সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কারন শহরের রাস্তায় সাইকেল চালানো আর মহাসড়কে সাইকেল চালানোর মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন মহাসড়কে পাশ দিয়ে অনেক দ্রুত গতিতে ভারি যানবাহন যাবে যেটা প্রথম দিকে ভয় লাগতে পারে কারন মনে হতে পারে যে বাতাসের ঝাপটায় পড়ে যাচ্ছেন। তবে অভিজ্ঞতার সাথে সাথে এই ভয় অনেকটাই কাটিয়ে ওঠা যায়।


এছাড়া মহাসড়কে সাইকেল চালানোর সময় নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোন সময় মহাসড়ক থেকে বের হয়ে শোল্ডার বা মহাসড়কের পাশের কাঁচা জায়গায় চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়।


মাল্টিপল গিয়ারের সাইকেল হলে কোন গিয়ার কম্বিনেশনে দীর্ঘক্ষণ আরামদায়কভাবে সাইকেল চালাতে পারবেন বা কোন গিয়ার কম্বিনেশনে অল্প পরিশ্রম করে দীর্ঘক্ষণ সাইকেল চালাতে পারবেন সেটাও জানতে হবে। আর এটা তখনই জানবেন যখন সাইকেলের বিভিন্ন গিয়ার কম্বিনেশনে সাইকেল চালানোর অভিজ্ঞতা হবে। মনে রাখবেন যে সবার জন্য এটা এক হবে না কারন সবার সাইকেলের গিয়ার রেশিও একনা এবং সবার সাইকেল চালানোর ধরন এক না।


মহাসড়কে সাইকেল চালানোর জন্য হাই কনফিগারেশনের সাইকেল থাকা জরুরি নয় তবে সাইকেলের কন্ডিশন ভালো থাকা উচিত এবং সাইকেলের সাথে সাইক্লিস্টের শরীরের সামঞ্জস্য অবশ্যই হওয়া উচিত কারন তানাহলে সাইক্লিস্ট বেশিক্ষণ সেই সাইকেল চালাতে পারবে না।


লং রাইড দিতে হলে আরো একটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে সাইকেলের ছোটখাটো সমস্যা সারানোর নলেজ থাকা দরকার যেমন চাকা লিক হলে সেটা নিজে মেরামত করা, প্রয়োজনীয় টুলকিট, স্পেয়ার টিউব ইত্যাদি সাথে রাখা।


সেইফটি গিয়োর্স যেমন: হ্যালমেট, গ্লাভস ব্যবহার করা, ব্রিদেবল ফেব্রিকের উজ্জ্বল পোশাক পরিধান করা। রাত্রীকালিন সাইক্লিংএ দূর থেকে দৃশ্যমান এমন ব্লিঙ্কার বা টেল লাইট ব্যহার করা। ভালো চার্জ বেকাপ দেয় এমন ফ্রন্ট লাইট।


এবং খুব জরুরি প্রয়োজনীয় অর্থ এবং রাত্রীকালীন নিরাপদ অশ্রয়ের পরিকল্পনা করে রাইডে বাহির হওয়া।

 

Recent Posts